ষ্টাফরিপোর্টার : নোয়াখালী জেলা কারাগারে অসুস্থ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় এক হাজতি মারা গেছেন ।
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন ।
নিহতের নাম সাগর । ২৯ বছরের সাগরের বাড়ি সোনাইমুড়ী উপজেলার বাগদিয়া গ্রামে। তিনি নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলার আসামি ছিলেন ।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘সকাল সাড়ে ৬টার দিকে হাজতিদের তালামুক্ত করে দেয়ার পর সাগর ঘুম থেকে উঠে হাঁটাহাঁটির সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান ।
‘এসময় বুকে ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে তাদের হাসপাতালে নেয় । পরে দ্রুত তাকে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে সকাল পৌনে ৮টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন ।’
তিনি আরও বলেন, ‘ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে । মৃত্যু পর তার পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে ।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page