ষ্টাফরিপোর্টার : নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নে নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর বাড়ি ও নির্বাচনী কার্যালয়ে হামলা ও মোটরসাইকেল ভাংচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ প্রার্থী ও সমর্থকদের বিরুদ্ধে। রবিবার রাতে ইউনিয়নের উত্তর শুল্লুকিয়া গ্রামে এ ঘটনা ঘটে ।
এ ঘটনার প্রতিবাদে বিদ্রোহী প্রার্থী নুরুল আমিনের কর্মী-সমর্থকরা সোমবার দুপুরে এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে এ ঘটনার বিচার দাবি করেন ।
বিদ্রোহী প্রার্থী নুরুল আমিন অভিযোগ করেন, রবিবার রাতে ইউনিয়নের উত্তর শুল্লুকিয়া গ্রামে আওয়ামী লীগের প্রার্থী মিজানুর রহমানের লোকজন তার বাড়ি ও নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাংচুর করে । এ সময় তারা ৩টি মোটরসাইকেল ভাঙচুর করা হয় । স্থানীয়রা জানান, দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষে অন্তত ৪/৫ জন আহত হয়েছে।
তবে, অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ প্রার্থী মিজানুর রহমান বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী নুরুল আমিনের সমর্থকরা উল্টো নৌকার নির্বাচনী কার্যালয় ভাংচুর করে এবং এ ঘটনা আড়াল করতে নিজেদের বাড়ি ও অফিস নিজেরাই ভাংচুর করে আমার সমর্থকদের উপর দোষ চাপাচ্ছেন ।’
নোয়াখালী সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেদ উদ্দিন জানান, ‘দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page