ষ্টাফরিপোর্টার : নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর প্রচার মিছিলের পিকআপ থেকে পড়ে ২ শিক্ষার্থীর মৃত্যু ।
বুধবার (১৫ ডিসেম্বর) রাতে সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের মনারখিল গ্রামে এ ঘটনা ঘটে ।
নিহত মেহেরাজ উদ্দিন (১২) ওই ইউনিয়নের রাউলদিয়া গ্রামের পাটোয়ারী বাড়ির মো. মোহনের ছেলে । সে স্থানীয় ঠেকারহাট হাজী আহম্মদ উল্ল্যা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। নিহত অপর ছাত্রের নাম মো. সংগ্রাম (১১) । সে স্থানীয় উদয় সাধুরহাট ইকরা প্রি-ক্যাডেট একাডেমির পঞ্চম শ্রেণির ছাত্র ।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে পিকআপে করে উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন বাবলুর নির্বাচনী প্রচারণায় অংশ নেন স্থানীয়রা। প্রচারণায় মেহেরাজ, সংগ্রামসহ আরও ৮-১০ স্কুলছাত্র ছিল । প্রচারণার এক পর্যায়ে হঠাৎ চলন্ত পিকআপের পেছনের ঢালাটি খুলে যায় । এতে পিকআপে থাকা ৩-৪ জন নিচে পড়ে যায়। এসময় মেহেরাজ পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় । আহতদের প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয় । সেখান থেকে ঢাকায় নেওয়ার পর বৃহস্পতিবার সকালে সংগ্রাম মারা যায় ।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন বাবলু বলেন, আমার নির্বাচনী প্রচারণায় নয়, বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিজয় র্যালিতে অংশ নেওয়া একটি পিকআপের ড্রাইভার হঠাৎ হার্ড ব্রেক করলে পিকআপের ডালা খুলে এ দুর্ঘটনা ঘটে ।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে । লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে ।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page