Select Page

আজ রবিবার, ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ৩রা রমজান, ১৪৪৪ হিজরি সময়: ভোর ৫:২৯

নোয়াখালীতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা-ভাংচুর

দৈনিক নোয়াখালীবার্তা
Noakhali Barta is A News Portal of Noakhali.

ডিসে ১৭, ২০২১ | নোয়াখালী, নোয়াখালী সদর

ষ্টাফরিপোর্টার : নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান শিপনের আনারস প্রতীকের নির্বাচনী অফিসে হামলা-ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে ।
শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে দাদপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের হুগলি গ্রামের সেলিমের দোকান সংলগ্ন আনারস প্রতীকের নির্বাচনী অফিসে এই ঘটনা ঘটে । স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান শিপন বলেন, বিকালে আমার আনারস প্রতীকের ওই নির্বাচনী অফিসে ১০-১২জন কর্মী-সমর্থক নির্বাচনের প্রচারণার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।
তিনি বলেন, বিকাল ৪টার দিকে আমার প্রতিপক্ষ নৌকা প্রতীকের প্রার্থী দেলোয়ার হোসেন দেলু খলিফার হাট এলাকা থেকে তার লোকজন নিয়ে হুগলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কর্মী সভায় যোগ দিতে রওনা হন ।
এসময় তারা হুগলি গ্রামে আমার ওই অফিসের সামনে দিয়ে যাওয়ার পথে অফিসে অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় আমার কর্মী-সমর্থকরা বাধা দিতে গেলে তাদেরকে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ধাওয়া করে অফিসের আনারস প্রতীকের পোস্টার ছিড়ে ফেলে হুমকি-দুমকি দিয়ে চলে যায় ।
স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান শিপন এই ঘটনার বিচার চেয়ে বলেন, প্রতিপক্ষের এমন ন্যাক্কারজনক ঘটনায় নির্বাচনী পরিবেশ নষ্ট হচ্ছে । তারা প্রকাশ্যে জোর করে ভোট নেওয়ার হুমকি দিচ্ছে । তাদের হুমকিতে দাদপুরের ভোটার, আমি এবং আমার কর্মী সমর্থকরা শঙ্কিত ।
ঘটনার বিষয়টি অস্বীকার করে নৌকা প্রতীকের প্রার্থী দেলোয়ার হোসেন দেলু জানান, বিকেলে হুগলি স্কুলের সামনে আমার নৌকা প্রতীকের একটি পথসভা ছিলো । নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে সভাস্থলে যাওয়ার পথে আনারস প্রতীকে অফিস থেকে তাদের লোকজন মিছিলে হামলা চালায় । এসময় তারা আমার ৬ জন নেতাকর্মীকে পিটিয়ে জখম করে এবং কয়েকটি অটোরিকশা ভাঙচুর করেছে । বিষয়টি থানায় জানানো হয়েছে বলেও জানান তিনি ।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা মাসুমা আক্তার জানান, বিষয়টি সুধারাম মডেল থানার ওসি সাহেবের মাধ্যমে জেনেছি । ঘটনাস্থলে আমাদের টিম পাঠানো হয়েছে । পরবর্তীতে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১