Select Page

আজ রবিবার, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি সময়: দুপুর ১২:৩০

নোয়াখালীতে স্বতন্ত্রপ্রার্থীর কর্মীদের ওপর হামলা, আহত ১০

দৈনিক নোয়াখালীবার্তা
Noakhali Barta is A News Portal of Noakhali.

ডিসে ২৩, ২০২১ | নোয়াখালী, নোয়াখালী সদর

ষ্টাফরিপোর্টার : নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্রপ্রার্থী আলী হায়দার বকশির (আনারস প্রতীক) কর্মী-সমর্থকদের ওপর হামলা ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে । এসময় অন্তত ১০জন আহত হয়েছে । পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে ।
বুধবার সন্ধ্যায় ইউনিয়নের শান্তিরহাট বাজারে এই হামলার ঘটনা ঘটে । আহত এবং আটককৃত সবাই আনারস প্রতীকের কর্মী-সমর্থক বলে জানা গেছে ।
আহতদের মধ্যে রয়েছেন- আনারস প্রতীকের প্রার্থী আলী হায়দার বকশির ছেলে ইব্রাহিম বকশি, কর্মী মনতাজ মিয়া, আবদুর রহিম, চৌধুরী মিয়া, তারেক হোসেন, মাঈন উদ্দিন। আহতদের মধ্যে ইব্রাহিম বকশিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে । বাকি আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় ।
স্থানীয় সুত্রে জানা গেছে, দুপুরে স্বতন্ত্রপ্রার্থী জসিম উদ্দিনের কর্মী-সমর্থকরা শান্তিরহাট বাজারে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে । সন্ধ্যার দিকে অপর স্বতন্ত্রপ্রার্থী আলী হায়দার বকশির আনারস প্রতীকের কর্মী-সমর্থকরা মোটরসাইকেল নিয়ে একটি শোডাউন নিয়ে শান্তিরহাট বাজারে গিয়ে ‘উস্কানিমূলক’ স্লোগান দিতে থাকলে নৌকা প্রতীকের কর্মীরা ক্ষুব্ধ হয়ে উঠে । পরে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে নৌকা প্রতীকের কর্মীরা স্বতন্ত্রপ্রার্থীর আনারস প্রতীকের কর্মীদের ওপর হামলা চালিয়ে তাদের পিটিয়ে কয়েকজনকে আহত করে এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। আনারস প্রতীকের প্রার্থী আলী হায়দার বকশি বলেন, বিনা উস্কানিতে নৌকার প্রার্থী আবদুর রবের নেতৃত্বে আমার কর্মীদের ওপর হামলা করে ১০জনকে আহত করে এবং তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে । পরে তারা আমার পাঁচজন কর্মীকে ধরে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেয় ।
অভিযোগ অস্বীকার করে নৌকা প্রতীকের প্রার্থী আবদুর রব জানান, স্বতন্ত্র দুই প্রার্থী আলী হায়দার বকশি এবং জসিম উদ্দিন পরিকল্পিতভাবে বারবার আমার নির্বাচনী অফিসে আগুন, ভাঙচুর ও কর্মীদের ওপর হামলা চালাচ্ছে । বুধবার দুপুরে প্রথমে স্বতন্ত্রপ্রার্থী জসিম উদ্দিনের লোকজন শান্তিরহাট বাজারে আমার নির্বাচনী অফিসে হামলা চালিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছবিসহ চেয়ার-টেবিল ভাঙচুর করে । সন্ধ্যায় একই স্থানে স্বতন্ত্রপ্রার্থী আলী হায়দার বকশির লোকজন আমার কর্মীদের হামলা করে । ঘটনার সময় পুলিশ সরেজমিনে উপস্থিত ছিল ।
সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । ঘটনাস্থল থেকে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে । এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১