ষ্টাফরিপোর্টার : বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘বঙ্গভবনে নাটক করে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে । মহামান্য রাষ্ট্রপতি আপনি শীর্ষ সন্ত্রাসী, চোর, ডাকাতকে মাফ দিয়ে বিদেশে পাঠাতে পারেন কিন্তু কেনো খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছেন না? আমরা আমাদের মায়ের মুক্তি চাই ।’
বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে নোয়াখালী আয়কর অফিস সংলগ্ন নিরাময় হাউজিং মাঠে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবিতে জেলা বিএনপির সমাবেশে তিনি এসব কথা বলেন ।
জয়নুল আবদিন ফারুক বলেন, ‘রাষ্ট্রপতির ক্ষমতা আছে । আপনি আপনার ক্ষমতা দেখান । খালেদা জিয়ার স্বামী বাংলাদেশের স্বাধীনতার ঘোষক । অথচ খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছেন না । বঙ্গভবনে চায়ের দাওয়াত শেষ করেন । মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডন থেকে দেওয়া তারেক রহমানের নির্দেশ অনুযায়ী প্রত্যেক উপজেলা ও পৌরসভায় খালেদা জিয়ার আন্দোলনের জন্য প্রস্তুত ।’
তিনি আরো বলেন, ‘নোয়াখালী প্রশাসন আমাদের মাইজদীতে সমাবেশ করতে দেন নাই । শহর থেকে দূরে ঠেলে দিয়েও মানুষের জনস্রোত ঠেকাতে পারে নাই । আমরা পদ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি । কিন্তু খালেদা জিয়া ও তারেক রহমানের বিষয়ে কোনো গ্রুপ নেই। আমরা সবাই এক এবং খালেদা জিয়ার মুক্তি চাই ।’
জেলা বিএনপির সাধারণ সম্পপাদক অ্যাডভোকেট আবদুর রহমান ও সিনিয়র সদস্য মাহবুব আলমগীর আলোর পরিচালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন দলটির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, চট্রগ্রাম বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা ।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page