ষ্টাফরিপোর্টার : নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার চাষিরহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটকেন্দ্রের পাশ থেকে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ । আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রথী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশ থেকে তাঁকে আটক করা হয় ।
ওই যুবকের নাম মো. রবিন (২৮)। তিনি সোনাইমুড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাণী গ্রামের মোহাম্মদ হানিফের ছেলে ।
পুলিশ জানায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে ওই কেন্দ্রের দক্ষিণ দিকে সন্দেহভাজন মোটরসাইকেল আরোহী রবিনকে তল্লাশি করছিল পুলিশ । এ সময় রবিন মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাঁকে আটক করে । এ সময় রবিনের দেহ তল্লাশি করে একটি শপিং ব্যাগের ভেতর থেকে দেশীয় বন্দুক উদ্ধার করা হয় ।
নোয়াখালী জেলার পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, ওই যুবক একটি মোটরসাইকেল নিয়ে কেন্দ্র এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন । পরে তাঁকে তল্লাশি করে তাঁর সঙ্গে থাকা বন্দুক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে । তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে ।

Select Page