Select Page

আজ সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি সময়: রাত ১০:০৯

নোয়াখালীতে পুলিশ কনস্টেবলের নামে ধর্ষণ মামলা

দৈনিক নোয়াখালীবার্তা
Noakhali Barta is A News Portal of Noakhali.

ষ্টাফরিপোর্টার : নোয়াখালীতে এক নারীকে ধর্ষণের অভিযোগে ট্র্যাফিক পুলিশের কনস্টেবলসহ চারজনের নামে মামলা করেছেন ওই নারীর মা ।
সুধারাম মডেল থানায় শুক্রবার দুপুরে ধর্ষণ মামলা করা হয় । এর আগে বৃহস্পতিবার রাতে আসামিদের আটক করে পুলিশ ।
তারা হলেন নোয়াখালী জেলা সদর ট্র্যাফিক পুলিশের কনস্টেবল মকবুল হোসেন, বেগমগঞ্জ উপজেলার নাজিরপুর গ্রামের অটোরিকশাচালক মো. কামরুল, সদর উপজেলার দাদপুর গ্রামের আবদুল মান্নান ও বেগমগঞ্জ উপজেলার অনন্তপুর গ্রামের নুর হোসেন কালু । মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে ।
সুধারাম মডেল থানার পরিদর্শক (অপারেশন) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন ।
মামলার বরাতে তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে ওই নারী ব্যক্তিগত কাজে নোয়াখালী শহরের মাইজদীতে আসেন । তার অর্থ সংকট দেখা গেলে পূর্বপরিচিত অটোচালক কামরুলের সঙ্গে দেখা করেন । কামরুল এবং তার দুই সহযোগী আবদুল মান্নান ও নুর হোসেন কালু তাকে কনস্টেবল মকবুলের কাছে নিয়ে যান । কামরুল তাকে সুধারাম থানা চত্বরে বাবুর্চি আবুল কালামের কক্ষে নিয়ে ধর্ষণ করেন ।
ঘটনার পরপরই ওই নারী বিষয়টি থানায় জানালে রাতে পুলিশ চারজনকে আটক করে ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন বলেন, ‘ওই নারীর মায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে । এরপর তাদের আদালতে পাঠানো হয়েছে । আর ওই নারীর শারীরিক পরীক্ষার জন্য নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০