ষ্টাফরিপোর্টার : নোয়াখালীর চাটখিল উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রকে একসঙ্গে করোনার তিন ডোজ ফাইজারের টিকা দেওয়ার অভিযোগ উঠেছে ।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে । ভুক্তভোগী মো. ইয়াছিন হোসেন (১৪) হাটপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং ইব্রাহীম খলিলের ছেলে ।
হাটকুপুরিয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. হানিফ বলেন, চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্কুলের শতাধিক শিক্ষার্থীকে ফাইজারের টিকার প্রথম ডোজ নেওয়ার জন্য পাঠানো হয় । একপর্যায়ে ইয়াছিনের বাহুতে পরপর তিন ডোজ টিকা দেয়া হয় ।
ভুক্তভোগীর দাদা আবুল কালাম বলেন, তিন ডোজ টিকা দেওয়ার পর নাতির গলা ব্যথা ও শরীরে জ্বর দেখা দিয়েছে । এ ঘটনায় আমরা শঙ্কায় রয়েছি । বর্তমানে ইয়াছিন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ।
চাটখিল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোস্তাক আহমেদ বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং অভিযুক্ত টিকাদান কর্মীকে শোকজ করা হয়েছে ।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page