ষ্টাফ রিপোর্টার : নোয়াখালীর চাটখিল উপজেলায় বিরোধপূর্ণ জমি জবরদখলে সহায়তা ও ঘুষ দাবির অভিযোগে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এবং দুই এএসআইসহ ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে । মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেয় আদালত ।
রোববার (২৩ জানুয়ারি) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৭ নং আমলী আদলতের বিচারক এ নির্দেশ দান করেন ।
জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৭নং আমলী আদালতে এ মামলা দায়ের করেন, উপজেলার উত্তর বদলকোট ইউনিয়নের কাজী রফিক উল্লার ছেলে আবদুল ওয়াহেদ ।
মামলার আবেদনে আবদুল ওয়াহেদ অভিযোগ করেন, চাটখিল উপজেলার বদলকোট মৌজার বিএস ১২৪৬ খতিয়ানের ১০২৮ দাগে তার দখলীয় জায়গা ১৩ জানুয়ারি সকালে প্রতিপক্ষ মো. শহিদুল্লাহ ও মো. পারভেজ দলবল নিয়ে দখল করতে আসেন। তিনি বাধা দিলে প্রতিপক্ষ তাকে হুমকি দিয়ে বলে তারা থানা-পুলিশ কন্ট্রাক্ট করে এসেছে, বাধা দিলে এখানে লাশ পড়বে ।
আবদুল ওয়াহেদ আরো অভিযোগ করেন, উদ্ভূত পরিস্থিতিতে তিনি জাতীয় ৯৯৯ নম্বরে ফোন দিলে চাটখিল থানার এসআই মো. ওয়াহেদ ঘটনাস্থলে গেলে দখলকারীরা পালিয়ে যান । পরে একই থানার দুই এএসআই জাকির হোসেন ও মো. সুমন ঘটনাস্থলে গিয়ে ৯৯৯ নম্বরে ফোন করায় তাদেরকে হুমকি দেন ।
দুই এ এসআইয়ের কথা অনুযায়ী কাগজপত্র নিয়ে থানায় গেলে তাদের রাত ১০টা পর্যন্ত থানায় বসিয়ে রাখা হয় । আর বিপরীতে প্রতিপক্ষকে রাতের অন্ধকারে জায়গা দখলের সুযোগ করে দেওয়া হয় । প্রতিপক্ষ জেনারেটরের আলোয় জায়গা দখল করে পাকা ভবন নির্মাণের কাজ শুরু করে । রাতে বাড়িতে এসে দখলের ঘটনা দেখার পর পরদিন পুনরায় থানায় গেলে দুই এএসআই তাদের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন ।
মামলার বাদী আবদুল ওয়াহেদ বলেন, আমাদের সঙ্গে অন্যায় হয়েছে । তাই আদালতের কাছে যেতে বাধ্য হয়েছি । তাই আদালতে মামলা দায়ের করেছি । আদালত পিবিআইকে তদন্তের জন্য নির্দেশ প্রদান করেন । আগামী ১৩ ফেব্রুয়ারি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ।
চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়েরের মুঠোফোনে যোগাযোগ করা হলে চাটখিল থানার পরিদর্শক তদন্ত হুমায়ুন কবির ফোন রিসিভ করেন । তিনি জানান ওসি সাহেব অসুস্থ ।
পিবিআই জেলা পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সী জানান, আদালত থেকে মামলার কাগজপত্র এখনো হাতে পাইনি । কাগজপত্র পেলে আমরা নির্দেশনা অনুযায়ী তদন্ত প্রতিবেদন জমা দেবো ।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page