Select Page

আজ রবিবার, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি সময়: দুপুর ১২:৩২

নোয়াখালীতে সিল মারা ব্যালট উদ্ধার, ককটেল বিস্ফোরণ

দৈনিক নোয়াখালীবার্তা
Noakhali Barta is A News Portal of Noakhali.

জানু ৩১, ২০২২ | নোয়াখালী, সেনবাগ

ষ্টাফরিপোর্টার : ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের ভোট গ্রহণ চলছে। ভোট চলকালে ইসফাকুল হক মান্না আলিম মাদ্রাসা কেন্দ্র থেকে সিল মারা অবস্থায় ৩৫টি ব্যালট উদ্ধার করা হয়েছে । এ সময় বাহিরে ককটেল বিস্ফোরণসহ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে । পরে আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং সিলমারা অবস্থায় পাওয়া ব্যালটগুলো বাতিল করা হয় ।
সোমবার সকাল ৮টা থেকে ব্যালট পেপারে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ।
কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, শীত উপেক্ষা করে ভোর থেকে প্রতিটি কেন্দ্রে আসতে থাকে ভোটাররা । প্রতিটি কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো । তবে সবচেয়ে বেশি চোখে পড়েছে নারী ভোটারের উপস্থিতি ।
প্রসঙ্গত, নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৪৪ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন প্রার্থী প্রতদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নটিতে মোট ভোটার রয়েছে ২২ হাজার ৯৫৮ জন, যার মধ্যে ১১ হাজার ৮৪৮ জন পুরুষ ও ১১ হাজার ১১১ জন নারী ভোটার রয়েছে

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১