ষ্টাফরিপোর্টার : নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ । আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাদিরপুর ইউনিয়নের গয়েছপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় । এ ঘটনায় জড়িত সন্দেহে নিহত গৃহবধূর স্বামীকে আটক করেছে পুলিশ ।
নিহত গৃহবধূর নাম জাহানারা বেগম (৪৫) । তিনি ওই গ্রামের কুয়েতপ্রবাসী মো. হারুনের স্ত্রী । পরিবারের অভিযোগ, জাহানারাকে তাঁর স্বামী হারুন পিটিয়ে হত্যা করেছেন ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৩০ বছর আগে কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের জাহানারার সঙ্গে একই ইউপির গয়েছপুর গ্রামের কুয়েতপ্রবাসী মো. হারুনের বিয়ে হয় । মাসখানেক আগে হারুন কুয়েত থেকে দেশে ফিরেছেন । এর পর থেকে স্বামীর সঙ্গে পারিবারিক নানা বিষয় নিয়ে জাহানারার কলহ লেগে ছিল । এর মধ্যে আজ সকালে জাহানারার নিজ ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ পাওয়া যায় ।
নিহত জাহানারার ভাই মোহাম্মদ মিঞা অভিযোগ করে বলেন, তাঁর ভগ্নিপতি হারুন বিদেশ থেকে আসার পর জাহানারাকে একাধিকবার মারধর করেন। কয়েক দিন ধরে ভগ্নিপতি দ্বিতীয় বিয়ে করবেন বলে জাহানারাকে বাবার বাড়িতে চলে যাওয়ার জন্য চাপ দিতে থাকেন । আপসে না গেলে তাঁকে মেরে ফেলারও হুমকি দেন । বাড়ি ছেড়ে না যাওয়ায় জাহানারাকে পিটিয়ে হত্যা করে লাশটি ঝুলিয়ে রেখেছেন হারুন । জাহানারার শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে বলেও দাবি করেন তিনি ।
হারুনের বোন নাসিমা আক্তার বলেন, তাঁর ভাই দেশে আসার পর থেকে দ্বিতীয় বিয়ে করার জন্য জাহানারাকে মারধর করে চলে যেতে বলেছেন । এসব বিষয়ে পরিবারের লোকজন হারুনকে নিষেধ করলেও তিনি কারও কথা শোনেননি । আজ সকালে জাহানারার লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে ।
জানতে চাইলে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক বলেন, গৃহবধূ জাহানারার মৃত্যু নিয়ে সন্দেহ আছে । তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে । পরিবারের প্রাথমিক অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য ওই গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে । এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে ।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page