ষ্টাফরিপোর্টার : নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তরিকুল ইসলাম । তিনি নির্বাচনে প্রভাব বিস্তার করার জন্য লক্ষীপুরের রামগতি থেকে সন্ত্রাসী ভাড়া করে এনে এলাকায় মহড়া দিয়ে মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করছেন বলে অভিযোগ উঠেছে । আজ শনিবার দুপুরে চরজব্বর ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ওমর ফারুক সংবাদ সম্মেলনের আয়োজন করে এসব অভিযোগ তোলেন ।
নির্বাচনী কার্যালয়ে হামলা, সমর্থকদের মারধর, পোস্টারে অগ্নিসংযোগ ও ভোটারদের ভয়ভীতি দেখানোর প্রতিবাদে ওমর ফারুক আজ দুপুরে ইউনিয়নের চেউয়াখালী বাজারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ।
লিখিত বক্তব্যে ওমর ফারুক বলেন, গত ২৬ জানুয়ারি চর হাসান ভূঁইয়ারহাটে তাঁর নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেন নৌকার সমর্থকেরা । এ সময় তাঁর সমর্থক ইসমাইলকে মারধর করে ডান হাতের কবজি ভেঙে দেওয়া হয় । এরপর ১ ফেব্রুয়ারি জনতা বাজারে আওয়ামী লীগের প্রার্থী তরিকুল ইসলামের উপস্থিতিতে তাঁর নির্বাচনী কার্যালয়ে হামলা হয় । এ সময় তাঁর সাত কর্মী আহত হন ।
এ ছাড়া ৩ ফেব্রুয়ারি চর হাসান ভূঁইয়ারহাটে ওমর ফারুকের লিফলেট বিলি করার সময় ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ফাহিম উদ্দিনকে তরিকুল ইসলামের কর্মীসমর্থকেরা মারধর করেন । সবশেষ গতকাল শুক্রবার চেউয়াখালী বাজারেও তাঁর কর্মী সুমনকে রড দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করা হয়েছে বলে অভিযোগ করেন ওমর ফারুক । ১০ ফের্রুয়ারি অনুষ্ঠেয় এ নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি ।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান তরিকুল ইসলাম বলেন, ওমর ফারুক নির্বাচনে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে নানা অপপ্রচার চালাচ্ছেন । তাঁর কোনো কর্মী ওমর ফারুকের কোনো নির্বাচনী কার্যালয়ে হামলা করেননি । ওমর ফারুকের কর্মীদের ওপর হামলা, ভয়ভীতি দেখানোর অভিযোগগুলো মিথ্যা । নির্বাচনে ভোটারদের কাছে হেয়প্রতিপন্ন করতেই এসব অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন ।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক বলেন, নির্বাচনী প্রচারণা চালানোর সময় স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুকের লোকজনের ওপর হামলার বিচ্ছিন্ন কয়েকটি ঘটনার খবর পাওয়ার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে । এর মধ্যে একটি ঘটনায় আদালতের নির্দেশে মামলাও হয়েছে। মামলার তদন্ত সাপেক্ষে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page