Select Page

আজ সোমবার, ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি সময়: সন্ধ্যা ৭:৪৬

কোম্পানীগঞ্জ ইউপি নির্বাচনে শামিয়ানা টাঙিয়ে নেওয়া হচ্ছে ভোট

দৈনিক নোয়াখালীবার্তা
Noakhali Barta is A News Portal of Noakhali.

ফেব্রু ৭, ২০২২ | কোম্পানীগঞ্জ, নোয়াখালী

ষ্টাফরিপোর্টার : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুটি ভোটকেন্দ্র করা হয়েছে মাদ্রাসার মাঠে শামিয়ানা টাঙিয়ে । ভোটকেন্দ্রের এমন দশা দেখে হতাশা প্রকাশ করেছেন প্রিসাইডিং কর্মকর্তা ও কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা । ভোটাররাও শঙ্কা প্রকাশ করেছেন কেন্দ্রের নিরাপত্তা নিয়ে ।
এ কেন্দ্র দুটি হলো রামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে হোসাইনিয়া ফোরকানিয়া মাদ্রাসা ও ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদিয়া ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্র ।
আজ (৭জানুয়ারী) সোমবার দুপুর ১২টার দিকে হোসাইনিয়া ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটকেন্দ্রটির ৫টি বুথের মধ্যে ৩টি বুথে নারী ও পুরুষ ভোটারের দীর্ঘ সারি । মাদ্রাসার টিনশেড ঘরসংলগ্ন ফাঁকা জায়গায় শামিয়ানা টাঙিয়ে বুথ তিনটি করা হয়েছে আর দুটি বুথ করা হয়েছে মাদ্রাসার একটি কক্ষে । কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তার বসার জন্য কিংবা ভোট গ্রহণের সরঞ্জাম রাখার কোনো জায়গা নেই ।
কেন্দ্রে ভোট দিতে আসা আবদুর রহিম নামের এক ব্যক্তি বলেন, এ ধরনের একটি নামসর্বস্ব ফোরকানিয়া মাদ্রাসায় ভোটকেন্দ্র স্থাপন সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় । কেন্দ্রে এসে একজন ভোটারের সুন্দরভাবে ভোট দেওয়ার কোনো পরিবেশ এখানে নেই । বাইরের যেকোনো দুষ্কৃতকারী চাইলেই কেন্দ্রে যেকোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে । কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শাহজাহান ফেরদৌস বলেন, হোসাইনিয়া ফোরকানিয়া মাদ্রাসাটি কোনোভাবে একটি ভোটকেন্দ্রে হওয়ার উপযুক্ত নয়। তবে সকাল থেকে ভোট গ্রহণে কোনো সমস্যা হয়নি । কেন্দ্রে ব্যালট পেপারসহ অন্যান্য সরঞ্জাম রাখার জন্য আলমারি কিংবা লকারও নেই । তিনি আরও বলেন, এই কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ৬৬৪ । দুপুর পর্যন্ত কেন্দ্রে ভোট পড়েছে ৯০০টি ।
কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জসিম উদ্দিন জানান, ভোটের দায়িত্ব পালন করতে এসে কেন্দ্র দেখে তিনিও অবাক হয়েছেন । এখানে ভোটকেন্দ্র হওয়ার কোনো পরিবেশ নেই । এরপরও তাঁরা সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে চেষ্টা করছেন ।
শামিয়ানা টাঙিয়ে ভোটকেন্দ্র করার বিষয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, গত নির্বাচনেও এই মাদ্রাসায় ভোটকেন্দ্র করা হয়েছিল । শুধু নদীভাঙনের কবলে কোনো কেন্দ্র বিলীন হলে তা পুনর্নির্ধারণের সুযোগ আছে, এ ছাড়া অন্য কোনো কারণে কেন্দ্র পরিবর্তনের সুযোগ নেই । তবে কেন্দ্রটির দিকে প্রশাসনের বাড়তি নজর রয়েছে ।
৭.২.২২ইং

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০