Select Page

আজ রবিবার, ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ৩রা রমজান, ১৪৪৪ হিজরি সময়: সকাল ৬:২৪

সুবর্ণচরে বিপুল ভোটের ব্যবধানে নৌকার ভরাডুবি,

দৈনিক নোয়াখালীবার্তা
Noakhali Barta is A News Portal of Noakhali.

ফেব্রু ১১, ২০২২ | নোয়াখালী, সুবর্ণচর

মো.আবুল বাসার : ১০ ফেব্রুয়ারী শেষ ধাপে অনুষ্ঠিত হলো নোয়াখালী সুবর্ণচর উপজেলার ১নং চরজব্বর ও ৫নং চরজুবিলী ইউনিয়ন পরিষদ নির্বাচন, এই নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীদের শোচনীয় পরাজয় হয়েছে ।
দুইটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীরা বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন ।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১নং চর জব্বর ইউনিয়নে এডভোকেট ওমর ফারুক (আনারস) ১৬১২১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তরিকুল ইসলাম (নৌকা) পেয়েছেন ৫৯৬৮ ভোট,৫নং চরজুবিলী ইউনিয়নে মোঃ সাইফুল্লাহ খসরু (আনারস) ১২৫৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ হানিফ চৌধুরী (নৌকা)পেয়েছেন ৫৬৮২ ভোট ।
সুবর্ণচর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন ।
উল্লেখ্য, দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৫ জন, সাধারণ সদস্য পদে ৫৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৪ জন প্রতিদ্বন্দ্বীতা করেন । দুই ইউনিয়নে মোট ভোটার ৭১ হাজার ৬১৯ জন । এর মধ্যে পুরুষ ভোটার ৩৮ হাজার ১১১ জন এবং মহিলা ভোটার ৩৩ হাজার ৫০৮ জন ।
একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ায় সুবর্ণচরের জনগন নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলামকে ধন্যবাদ জানান, নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে দুই ইউনিয়নে ৬০০ জন পুলিশ, ৫৫৯ জন আনসার, ৩৭ জন র‌্যাব, ৬০ জন বিজিবিসহ এক হাজার ১৬১ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছিলো ।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১