Select Page

আজ মঙ্গলবার, ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৪ হিজরি সময়: সন্ধ্যা ৬:০১

নোয়াখালীতে দুই গ্রামের প্রেম নিয়ে দফায় দফায় সংঘর্ষ, নিয়ন্ত্রণে পুলিশের গুলি

দৈনিক নোয়াখালীবার্তা
Noakhali Barta is A News Portal of Noakhali.

ফেব্রু ১৫, ২০২২ | নোয়াখালী, সেনবাগ

ষ্টাফরিপোর্টার : নোয়াখালীর সেনবাগে এক যুবকের সঙ্গে এক কিশোরীর প্রেমের সম্পর্ক নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে । এতে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি ।
গতকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার কেশারপাড় ইউনিয়নের কেশারপাড় বাজারস্থ চৌরাস্তা ও কানকির হাট বাজারে বীরকোট গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ১১ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেশারপাড় গ্রামের ছেলে রাকিবের সঙ্গে একই ইউনিয়নের বীরকোট গ্রামের কিশোরীর ছদ্মনাম সুমি আক্তার সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চলছে । এতে করে দুই পরিবারের মাঝে বিরোধ দেখা দেয় । এতে মেয়ে পক্ষের লোকজন প্রথমে প্রেমিক রাকিবকে চড় থাপ্পড় দেয় । পরবর্তীতে ছেলেপক্ষের লোকজন মেয়ের ভাইকে মারধর করে । পরে এই ঘটনায় দুই গ্রামবাসী সোমবার সন্ধ্যায় দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ।
অপরদিকে এই ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসী বাজারে দাঙ্গা-হাঙ্গামা করার প্রতিবাদে কেশারপাড় বাজারের সাধারণ ব্যবসায়ীরা মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রতিবাদ মিছিল কর ।


সেনবাগ থানার ওসি মো. ইকবাল সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় থানায় মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে ।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০