Select Page

আজ মঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ৫ই রমজান, ১৪৪৪ হিজরি সময়: দুপুর ২:৫৬

নোয়াখালীর পূজা মণ্ডপে হামলার ঘটনায় কুমিল্লার সেই ইকবালকে ‘শ্যোন অ্যারেস্ট’

দৈনিক নোয়াখালীবার্তা
Noakhali Barta is A News Portal of Noakhali.

ফেব্রু ১৫, ২০২২ | নোয়াখালী

ষ্টাফরিপোর্টার: কুমিল্লায় পূজামণ্ডপে হামলা ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ইকবাল হোসেনকে নোয়াখালীতে মণ্ডপে হামলা-ভাঙচুরের চারটি পৃথক মামলায় গ্রেপ্তার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আদেশ দিয়েছেন আদালত ।
আজ মঙ্গলবার সকালে ইকবালের উপস্থিতিতে মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের ওপর শুনানি শেষে আদালত এ আদেশ দেন ।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নোয়াখালী জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, বেগমগঞ্জের চৌমুহনী ও কোম্পানীগঞ্জ উপজেলায় পূজামণ্ডপে হামলা-ভাঙচুরের চারটি মামলার তদন্ত করছে সিআইডি । তদন্তকারী কর্মকর্তারা ইকবালকে এসব মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য কয়েক দিন আগে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন । আজ মঙ্গলবার সকালে চারটি আবেদনের ওপর পৃথক দুটি আদালতে শুনানি হয় ।
শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সোনিয়া আক্তার ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (কোম্পানীগঞ্জ অধিক্ষেত্র) মো. এমদাদ তদন্তকারী কর্মকর্তাদের আবেদন মঞ্জুরের আদেশ দেন । আদালত আসামি ইকবাল হোসেনকে ওই চার মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন ।
সিআইডি নোয়াখালীর বিশেষ পুলিশ সুপার মো. বশির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন । তিনি বলেন, চারটি মামলার মধ্যে তিনটি মামলা বেগমগঞ্জে পূজামন্ডপে হামলা-ভাঙচুরের ও একটি মামলা কোম্পানীগঞ্জে পূজামণ্ডপে হামলা-ভাঙচুরের । মামলাগুলোর তদন্তকারী কর্মকর্তা হলেন সিআইডির পরিদর্শক গিয়াস উদ্দিন ও সামছুল আরেফিন, উপপরিদর্শক আবু নোমান ও মো. শাহ আলম । আদালতের আদেশের পর আসামি ইকবাল হোসেনকে জেলা কারাগারে পাঠানো হয় ।
প্রসঙ্গত, কুমিল্লার একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনার জের ধরে নোয়াখালীর বেগমগঞ্জ ও হাতিয়াসহ জেলার বিভিন্ন উপজেলায় হিন্দুদের মন্দির, পূজামণ্ডপ, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনা ঘটে । এসব হামলায় ইসকনের ভক্ত যতন সাহা ও প্রান্তচন্দ্র দাস নিহত হন । এ ছাড়া আহত হন শতাধিক ।
ঘটনার পর জেলার বেগমগঞ্জ, হাতিয়া, সেনবাগ, সোনাইমুড়ী, চাটখিল, কবিরহাট ও কোম্পানীগঞ্জ থানায় মোট ৩২টি মামলা দায়ের করা হয় । এসব মামলায় এজাহারভুক্ত মোট ১০১ জনকে ও জড়িত সন্দেহে ১৩৪ জনসহ মোট ২৩৫ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১