ষ্টাফরিপোর্টার : নোয়াখালীর চাটখিলে চাকরি দেওয়ার কথা বলে তরুণীকে (২৩) ধর্ষণ ও এ ঘটনার ভিডিও ধারণের অভিযোগে যুবলীগ নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রোববার রাতে ওই তরুণী বাদী হয়ে চাটখিল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ।
এর আগে গতকাল সকালে উপজেলার পাল্লা বাজারের একটি বীমা কোম্পানির কার্যালয়ে ডেকে নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে । অভিযুক্ত ওই যুবলীগ নেতার নাম ফুয়াদ আল মতিন । তিনি পাঁচগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং ওই বীমা কোম্পানির স্থানীয় এজেন্ট । মামলার আরেক আসামিকে অজ্ঞাতনামা হিসেবে উল্লেখ করা হয়েছে ।
মামলার সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে চাকরি দেওয়ার কথা বলে ওই তরুণীকে বীমা কোম্পানির কার্যালয়ে ডেকে নেন ফুয়াদ আল মতিন । এরপর ফুয়াদ ও তাঁর সহযোগী ওই তরুণীকে নাস্তা ও কোমল পানীয় খেতে দেন । কোমল পানীয় পান করার পর ওই নারীর পুরো শরীর ঝিমঝিম করতে থাকে এবং তিনি অনেকটাই শক্তিহারা হয়ে যান । এরপর ফুয়াদ ও তাঁর সঙ্গে থাকা সহযোগী ওই তরুণীকে মারধর করেন এবং জামাকাপড় ছিঁড়ে ফেলেন । একপর্যায়ে ফুয়াদ ওই তরুণীকে ধর্ষণ করেন। এ সময় ফুয়াদের সহযোগী মুঠোফোনে ধর্ষণের ভিডিও ধারণ করেন। পরে স্থানীয় এক সিএনজিচালিত অটোরিকশাচালকের সহায়তায় ওই নারী নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হন ।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, গতকাল রাতে ওই তরুণী নিজেই বাদী হয়ে মামলা করেন । মামলায় ফুয়াদ ও অজ্ঞাতনামা একজনকে আসামি করা হয়েছে । মামলায় অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান আছে। ওই তরুণী বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ।
ঘটনার পর থেকে ফুয়াদ আল মতিন গা ঢাকা দিয়েছেন । তাই অভিযোগের বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি ।
ফুয়াদ আল মতিন পাঁচগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বলে নিশ্চিত করেন চাটখিল উপজেলা যুবলীগের একাংশের আহ্বায়ক ও চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী । তবে তিনি দাবি করেন, দেড় বছর আগে ওই কমিটি বিলুপ্ত হয়েছে। তিনি বলেন, ধর্ষণের অভিযোগের বিষয়ে তিনি কিছু জানেন না। তিনি বর্তমানে ঢাকায় । সাংবাদিকদের মাধ্যমেই তিনি এ বিষয়ে জানতে পেরেছেন ।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page