ষ্টাফরিপোর্টার : নোয়াখালী শহরের মাইজদী বাজারে শ্রীশ্রী রামচন্দ্র দেবের (রাম ঠাকুর) মন্দিরের রাধাগোবিন্দের দুটি মূর্তি চুরি হয়েছে । গতকাল রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে ।
খবর পেয়ে আজ সোমবার সকালে সুধারাম থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং মন্দিরের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে । তবে কে বা কারা মূর্তিটি চুরি করেছে, তা শনাক্ত করতে পারেনি পুলিশ ।
মন্দিরের পুরোহিত রণজিৎ চক্রবর্তী বলেন, গতকাল রোববার পূজার সময় রাধাগোবিন্দের দুটি বিগ্রহ সিংহাসনে ছিল । সন্ধ্যায় সত্যনারায়ণ পূজার পর বিগ্রহগুলোকে শয়নকক্ষে রাখা হয় । আজ ভোর পাঁচটায় মন্দিরে প্রবেশ করে শয়নকক্ষের দরজা ভাঙা এবং রাধাগোবিন্দের আসন দুটি খালি পড়ে থাকতে দেখেন তিনি ।
এ ঘটনায় মন্দিরের সাধারণ সম্পাদক গৌতম ভট্ট বাদী হয়ে আজ সুধারাম থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন । তিনি বলেন, মন্দিরের সিসিটিভির ফুটেজে ভোরের দিকে কাপড় দিয়ে মুখ বাঁধা অবস্থায় এক ব্যক্তিকে মন্দিরে প্রবেশ করতে দেখা যায় । তিনি মন্দিরের দরজা ভেঙে ভেতরে ঢুকে শয়নকক্ষ থেকে রাধাগোবিন্দের দুটি বিগ্রহ মূর্তি নিয়ে গেছেন । সকালে মন্দিরের পুরোহিত তাঁকে ঘটনাটি জানান । এরপরই তিনি বিষয়টি সুধারাম থানার-পুলিশকে অবহিত করেন । তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসিটিভির ফুটেজ জব্দ করে নিয়ে যায়। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি ।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, সোমবার সকালে তিনি ঘটনাটি শোনার পর তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন । সেখান থেকে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে । এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে । এ ব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে ।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page