মাহমুদ রকি : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ক্রীড়াক্ষেত্রে দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে অবদান রাখতে বাংলাদেশ পুলিশ সদস্যদের জন্য জাতীয়ভাবে একটি অত্যাধুনিক ক্রীড়া কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হবে ।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালী পুলিশ লাইনসে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ।
আইজিপি বলেন, পুলিশকে আইনশৃঙ্খলার পাশাপাশি সবক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে । ভলিবল, ফুটবল ও ক্রিকেটে সারাদেশে পুলিশের ভালো দলকে জাতীয়ভাবে খেলার সুযোগ দেওয়া হবে । যা আন্তর্জাতিকভাবেও দেশকে প্রতিনিধিত্ব করবে ।
অনুষ্ঠানে নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা ।
এতে নোয়াখালী-১ আসনের সংসদ এইচ এম ইব্রাহিম, নোয়াখালী -৬ আসনের সংসদ আয়েশা ফেরদেীস, চট্রগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের আহবায়ক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম সেলিমসহ পুলিশের আশপাশের বিভিন্ন জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলার পরিদর্শকরা উপস্থিত ছিলেন।
পরে আইজিপি ফুটবল খেলার বিজয়ী দল নোয়াখালী জেলা পুলিশ ও রানারআপ দল নোয়াখালী জেলা সাংবাদিক এবং নারী ও পুরুষ কনস্টেবলদের দৌড়, হাঁড়িভাঙা, রশিটানাসহ বিভিন্ন খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ।
এদিকে আইজিপি ড. বেনজীর আহমেদের নোয়াখালী আগমন উপলক্ষে দিনব্যাপী ব্যাপক কর্মসূচি ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে নোয়াখালী জেলা পুলিশ ।