Select Page

আজ মঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ৫ই রমজান, ১৪৪৪ হিজরি সময়: বিকাল ৩:৩৫

নোয়াখালীতে খুনের মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি

দৈনিক নোয়াখালীবার্তা
Noakhali Barta is A News Portal of Noakhali.

ফেব্রু ২৪, ২০২২ | নোয়াখালী, নোয়াখালী সদর

ষ্টাফরিপোর্টার : নোয়াখালীতে আলোচিত তিন খুনের মামলার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন এবং সমাবেশ করা হয়েছে । আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে মাইজদী বাজারে এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয় ।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৬ সালের মার্চে জেলা শহরের পুরাতন কলেজ-সংলগ্ন বেগমগঞ্জ উপজেলার অনন্তপুর এলাকায় তিনজনকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হলেও আইন প্রয়োগকারী সংস্থা মামলার আসামিদের গ্রেপ্তার করতে পারেনি । এ পরিস্থিতিতে মামলার বাদী ও সাক্ষীরা প্রতিনিয়ত আসামি ও তাঁদের স্বজনদের হুমকি-ধমকি শিকার হয়ে আসছেন । তিন খুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তাঁরা ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২১ মার্চ দুপুরে শহরের মাইজদী বাজার এলাকায় নোয়াখালী সরকারি পুরাতন কলেজ-সংলগ্ন পুকুরে কুকুরকে গোসল করাতে যান স্থানীয় অনন্তপুর গ্রামের মো. সৌরভ । এ নিয়ে একই এলাকার আনোয়ার হোসেনের সঙ্গে সৌরভের তর্কাতর্কি ও হাতাহাতি হয় । এর জেরে সন্ধ্যায় সালিসে বসার সিদ্ধান্ত হয় । একই দিন সন্ধ্যা সাতটার দিকে আনোয়ারের তিন বন্ধু ফজলে হুদা ওরফে রাজিব (২২), মো. ওয়াসিম (২৪) ও মো. ইয়াছিন (২৩) নোয়াখালী সরকারি কলেজের পুরাতন ক্যাম্পাসের পূর্ব পাশের ফটকে গেলে তাঁদের ওপর হামলা চালান সৌরভের পক্ষের লোকজন । এ সময় ফজলে হুদা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান । গুলিতে আহত হন ওয়াসিম ও ইয়াছিন । তাঁরাও পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান । নিহত তিনজনই স্থানীয়ভাবে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ।
এ ঘটনায় নিহত ফজলে হুদার মা কামরুন্নাহার বেগম বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা সাত-আটজনকে আসামি করে বেগমগঞ্জ থানায় হত্যা মামলা করেন ।
মামলাটি তদন্ত শেষে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নুরে আলম ওরফে সাজু, ওমর শরীফ ওরফে সুলতান, ফিরোজ আলম ওরফে বাপ্পিসহ আটজনের বিরুদ্ধে ২০১৭ সালের ৩১ মে আদালতে অভিযোগপত্র জমা দেন ।
মামলার বিষয়ে জানতে চাইলে নোয়াখালী বিশেষ জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এমদাদ হোসেন বলেন, মামলাটির বর্তমানে সাক্ষ্য গ্রহণ চলছে । ইতিমধ্যে বাদীর সাক্ষী শেষ হয়েছে । মামলার আসামিদের মধ্যে ফিরোজ আলম ওরফে বাপ্পি ছাড়া বাকি সবাই পলাতক । এর মধ্যে ফিরোজ আলম নিজের নাম পরিবর্তন করে নকল জাতীয় পরিচয়পত্র তৈরি করে বিদেশে পাড়ি জমিয়ে আবার দেশে ফিরে কুমিল্লায় আরেকটি অপরাধে জড়ান । সেই অপরাধ মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি নোয়াখালী কারাগারে আছেন ।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১