ষ্টাফরিপোর্টার : নোয়াখালী শহরের মাইজদী বাজারের শ্রী শ্রী রামচন্দ্র দেবের (রাম ঠাকুর) মন্দির থেকে চুরির তিন দিনের মাথায় রাধা ও গোবিন্দের দুটি মূর্তি উদ্ধার হয়েছে । একই সময় উদ্ধার হয়েছে আরও দুটি চোরাই মূর্তি । এ ঘটনায় সংঘবদ্ধ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে ।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় সুধারাম থানায় আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আকরামুল হাসান । এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম ।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আকরামুল হাসান বলেন, ২১ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মাইজদী বাজারের আস্রম পাড়ার শ্রী শ্রী রামচন্দ্র দেবের জন্মোৎসব মূল মন্দিরের ভেতরের উপাসনালয়ের দরজা ভেঙে রাধা ও গোবিন্দের দুটি পিতলের মূর্তি চুরি করে নিয়ে যায় অজ্ঞাতনামা ব্যক্তি । ঘটনার পর মন্দির কর্তৃপক্ষ বাদী হয়ে সুধারাম থানায় ২২ ফেব্রুয়ারি একটি মামলা করে ।
আকরামুল হাসান বলেন, ঘটনার পরপরই জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলামের নির্দেশনা অনুযায়ী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে পুলিশ । মন্দিরের সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে সন্দেহভাজন এক ব্যক্তিকে শনাক্ত করা হয় । তার নাম আবদুল মান্নান (২৪) । গতকাল সন্ধ্যায় শহরের পূর্ব মাইজদী এলাকার গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় ।
ব্রিফিংয়ে জানানো হয়, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মন্দিরের মূর্তি চুরির কথা স্বীকার করেন এবং মূর্তিগুলো ওই ঘটনার মূল পরিকল্পনাকারী মো. জীবনের বাড়িতে রয়েছে বলে তথ্য দেন । এরপর মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে জীবনের স্ত্রী বিবি ময়নার (২০) কাছ থেকে ওই দুটি মূর্তি ছাড়াও আরও দুটি চোরাই মূর্তি উদ্ধার করা হয় । সেখান থেকে ময়নাকে গ্রেপ্তার করা হয় ।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ময়না জানিয়েছেন, তাঁর স্বামী মো. জীবন চারটি মূর্তি তাঁর হেফাজতে রেখেছেন । এরই মধ্যে জীবনকে (২৮) অন্য একটি চুরির মামলায় গত বুধবার গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এখন ঘর থেকে চোরাই মূর্তি উদ্ধারের ঘটনার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানানো হবে আদালতে ।
চুরি হওয়া মূর্তি উদ্ধারের পর সুধারাম থানায় উপস্থিত রাম ঠাকুর মন্দির ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক গৌতম ভট্ট বলেন, এই মূর্তিগুলো মূল্য দিয়ে বিচার করা যাবে না । এটা অনুভূতির বিষয় । দ্রুততম সময়ের মধ্যে মূর্তিগুলো উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনায় তিনি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান ।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page