ষ্টাফরিপোর্টার : নোয়াখালীর সোনাইমুড়ীতে অটোরিকশায় পিকআপের ধাক্কায় চারজন নিহত হয়েছেন । এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন ।
রোববার (২৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বজরা ইউনিয়নের বজরা বাজারের মোটবী এলাকায় এই দুর্ঘটনা ঘটে ।
নিহতরা হলেন- মামুনুর রহমান (৪০), পারভেজ (৩৫) ও জসিম (৪০) । নিহত অপর ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি ।
স্থানীয় সূত্রে জানা যায়, চৌমুহনী থেকে একটি পিকআপ সোনাইমুড়ীর দিকে যাচ্ছিল । পথের মধ্যে একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে পাঁচজন গুরুতর আহত হন । স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন । চিকিৎসাধীন অবস্থায় রাতে আরও একজন মারা যান ।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তিকুরি বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত তিন জনের পরিচয় সনাক্ত হয়েছে । আরও একজনের পরিচয় জানতে পুলিশ চেষ্টা চালাচ্ছে । এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page