ষ্টাফরিপোর্টার: নোয়াখালীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ ও বিএনপি সংঘর্ষ মামলায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
এজাহারভুক্ত ২ নম্বর আসামি নুরুল আমিন খানকে রাত তিনটার দিকে শহরের কলেজ পাড়া এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় ।
এ তথ্য নিশ্চিত করেছেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ।
হামলার অভিযোগ বুধবার রাতে আহত সুধারাম থানার উপ পরিদর্শক (এসআই) মোজাফফর আলী বাদী হয়ে মামলা করেন ।
মামলায় ২৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে ।
ওসি বলেন, ‘বুধবার বিকেলে বিএনপির মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। এতে পুলিশের একজন এসআইসহ তিনজন পুলিশ আহত হন । এ ঘটনায় মামলা হয়েছে । ওই মামলায় গ্রেপ্তার নুরুল আমিন খানকে দুপুরে আদালতে তোলা হবে ।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করেনি । পুলিশই বিনা কারণে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে লাঠিপেটা করেছে । এতে দলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন । জনগণের পক্ষে কথা বলায় আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা করা হয়েছে ।
বুধবার বিকেলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নোয়াখালী প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি । সমাবেশে আসার পথে সার্কিট হাউজ এলাকায় মিছিলটিকে বাধা দেয় পুলিশ । এ সময় মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে । এতে তিন পুলিশ সদস্যসহ কমপক্ষে আটজন আহত হন। আহত সবাই নিজ নিজ দায়িত্বে চিকিৎসা নিচ্ছে ।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page