Select Page

আজ বৃহস্পতিবার, ৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ৭ই রমজান, ১৪৪৪ হিজরি সময়: রাত ২:১৮

নোয়াখালীতে খেলাকে কেন্দ্র করে হত্যা ৬বছর পর আসামি আটক

দৈনিক নোয়াখালীবার্তা
Noakhali Barta is A News Portal of Noakhali.

মার্চ ৮, ২০২২ | নোয়াখালী, বেগমগঞ্জ

ষ্টাফরিপোর্টার:নোয়াখালীর বেগমগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মাঠে নির্মমভাবে পিটিয়ে হত্যা মামলার পলাতক আসামিকে ৬ বছর পর আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ।
আসামির নাম সবুজ ওরফে কোটকা সবুজ (২৭) । সে উপজেলার গোপালপুর ইউনিয়নের চাঁদ কাশিমপুর গ্রামের বড় বাড়ির সিরাজ মিয়ার ছেলে ।
সোমবার (৭ মার্চ) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন ।
এর আগে বিকালে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের চাঁদ কাশিমপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব ।
খন্দকার মো. শামীম হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ সালের ১ এপ্রিল বেগমগঞ্জের গোপালপুর খুরশিদা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মারামারি হয়। ওই সময় সবুজ তার দলবল নিয়ে অপর পক্ষের নিপু নামে একজনকে ক্রিকেট ব্যাট ও স্ট্যাম্প দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে । ঘটনার পর সবুজকে প্রধান আসামি করে বেগমগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয় । মামলার পর আসামি সবুজ গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ছয় বছর যাবত বিভিন্ন স্থানে পলাতক ছিলেন । এছাড়াও তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন ও হত্যাচেষ্টার আরো একটি মামলা আদালতে বিচারাধীন ।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১