Select Page

আজ রবিবার, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি সময়: দুপুর ১২:৩১

সূবর্ণচরে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

দৈনিক নোয়াখালীবার্তা
Noakhali Barta is A News Portal of Noakhali.

মার্চ ৯, ২০২২ | নোয়াখালী, সুবর্ণচর

ষ্টাফরিপোর্টার:নোয়াখালীর সুবর্ণচরে গাড়ির সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন । গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সুবর্ণচরের হাবিবিয়া সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে । নিহত ব্যক্তির নাম মো.অজিউল্যাহ (৫৫) । তিনি উপজেলার চর মজিদ এলাকার বাসিন্দা ।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গতকাল সন্ধ্যা সাতটার দিকে অজিউল্যাহ মোটরসাইকেলে করে চরজব্বর-স্টিমারঘাট সড়ক হয়ে ভূঁইয়ারহাটের দিকে যাচ্ছিলেন । এ সময় তিনি হাবিবিয়া সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে । এতে অজিউল্যাহ সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় ওই গাড়ি দ্রুত পালিয়ে যায় ।
পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক বলেন, দুর্ঘটনার পর অজিউল্যাহর লাশ তাঁর স্বজনেরা হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেছেন । তবে অন্ধকারের মধ্যে গাড়িটি দ্রুত পালিয়ে যাওয়ায় কেউ সেটা শনাক্ত করতে পারেননি । এ ঘটনায় নিহত ব্যক্তির স্বজনেরা থানায় কোনো অভিযোগ করেননি ।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১