Select Page

আজ রবিবার, ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ৩রা রমজান, ১৪৪৪ হিজরি সময়: ভোর ৫:৪৩

নোয়াখালীতে জামাইকে ডেকে নিয়ে গেলেন শ্বশুর, সন্ধ্যায় এলো তার লাশ

দৈনিক নোয়াখালীবার্তা
Noakhali Barta is A News Portal of Noakhali.

মার্চ ১৩, ২০২২ | নোয়াখালী, বেগমগঞ্জ

ষ্টাফরিপোর্টার: নোয়াখালীর বেগমগঞ্জে পালক মেয়ের জামাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে ।
জামাই মো.মোবারক হোসেন শাওন (১৮) বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের হাজীপুর গ্রামের চিরাম বাড়ির শাহাব উদ্দিনের ছেলে ।
শনিবার (১২ মার্চ) রাতে পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় ।
নিহতের চাচাতো ভাই সিরাজুল ইসলাম অভিযোগ করে বলেন, শাওন উপজেলার চৌমুহনী বাজারের হকার্স মার্কেটের তাহেরা ট্রেডার্সের মালিক হাজী আব্দুল মালেকের দোকানে প্রায় ২ বছর যাবত চাকরি করে । দুই মাস আগে আমরা জানতে পারি শাওনের সাথে দোকানের মালিক আব্দুল মালেক তার পালক মেয়েকে বিয়ে দেন । শনিবার (১২ মার্চ) দুপুরের দিকে শ্বশুর শাওনের বাড়িতে এসে তাকে খোঁজ করতে থাকে । এ সময় শাওনের মা তাকে জানায় শাওন গোসল করতে গেছে । এক পর্যায়ে শাওন গোসল করে ঘরে এলে তার শ্বশুর বলেন, সুন্দর দেখে পাঞ্জাবি ও লুঙ্গি পরে নাও । সে ঘর থেকে বের হয়ে এলে শ্বশুর শাওনকে বলেন- তোমার মাকে সালাম দিয়ে নাও, দোয়া নাও এবং মাফ চেয়ে নাও ।
নিহত শাওনের মা শামসুন্নাহার অভিযোগ করেন, দুপুরের দিকে মালেক আমার ছেলেকে নিয়ে যায়। সন্ধ্যার দিকে আমি ঘরে একা ছিলাম । ওই সময় মালেকের দোকানের দুইজন কর্মচারি কৌশলে আমার ছেলের মরদেহ ঘরে দিয়ে দ্রুত চলে যায় ।
তিনি আরও বলেন, মালেক গোপনে তার পালক মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দেয় । সে আমার ছেলেকে আমাদের কাছে আসতে দিতনা । আসলে সাথে সাথে লোক পাঠিয়ে, না হয় সে এসে নিয়ে যেত। আমার ছেলে এ সব বিষয়ে কখনো আমার কাছে মুখ খুলতো না । আমার ছেলে কোরআনে হাফেজ ছিল ।
এ বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ মডেল থানার ওসি জাহেদুল হক রনি বলেন, খবর পেয়ে নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে । মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়েছে । শরীরে বড় কোন আঘাতের চিহ্ন নেই । প্রাথমিক ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে । নিহতের পরিবারের অভিযোগ দুপুরে তার শ্বশুর তাকে নিয়ে যায় । এরপর হত্যা করে সন্ধ্যায় লাশ পাঠিয়ে দেয় ।
তিনি বলেন, রোববার (১৩ মার্চ) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে । ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে ।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১