ষ্টাফরিপোর্টার: নোয়াখালীর কোম্পানীগঞ্জের ৮ ইউনিয়নের নবনির্বাচিত ২৪ জন সংরক্ষিত ও ৭২ জন সাধারণ সদস্যদের (মেম্বার) শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে ।
রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় । নবনির্বাচিত মেম্বারদের শপথ বাক্য পাঠ করান কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. খোরশেদ আলম চৌধুরী ।
এ সময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভিন রুনু, ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজ সালেকিন রিমন, প্রেস ক্লাব কোম্পানীগঞ্জের সভাপতি হাসান ইমাম রাসেল, বসুরহাট পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক সামছুউদ্দিন নোমানসহ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত মেম্বার ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ।
এর আগে, গত ৯ মার্চ সকালে নোয়াখালী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নবনির্বাচিত ৮ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি সর্বশেষ ধাপে কোম্পানীগঞ্জের আটটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ।

Select Page