ষ্টাফরিপোর্টার: দিনমজুর পুলিশকে চিনতে পারল না হত্যা মামলার আসামি । ফলে যা হবার তাই হলো, গ্রেফতার হতেই হলো, বিন্দুমাত্র সুযোগ মিলল না পালানোর । এমন নাটকীয়তার মধ্যেই নোয়াখালীর কোম্পানীগঞ্জের জলদস্যু বাহিনীর প্রধান সৌরব হোসেন হত্যার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ।
গ্রেফতারকৃত আসামির নাম আলমগীর হোসেন । তিনি চরবালুয়া ৬ নম্বর ওয়ার্ডের ছাবের মাঝির ছেলে ।
রোববার দুপুরে কোম্পানীগঞ্জের চর এলাহী ইউনিয়ন উড়িরচর থেকে কোম্পানীগঞ্জ থানা পুলিশ কৃষক ও দিনমজুর সেজে কৃষি কাজ করা অবস্থায় তাকে গ্রেফতার করে ।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকালে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে ।
২০২০ সালের ৮ মার্চ রাতে উপজেলার চর আমজাদ এলাকা থেকে দস্যু বাহিনীর প্রধান সোহরাব হোসেনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ ।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page