ষ্টাফরিপোর্টার:নোয়াখালীতে শহর জামায়াতের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ । সোমবার বিকেলে গ্রেফতারকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে পাঠানো হয় । এর আগে রোববার রাতে জেলা শহর মাইজদী থেকে তাদের গ্রেফতার করে পুলিশ ।
জানা যায়, সুধারাম থানার পুলিশ মাইজদী কৃষারামপুর গ্রামের কাজী আবদুর রহমানের ছেলে জামায়াত কর্মী নাছির উদ্দিনকে কাজী ভবন থেকে এবং মধুপুর গ্রামের লাল মিয়ার ছেলে জামায়াত কর্মী ইকবাল ফারুককে শহরের আমেনা ভবন থেকে গ্রেফতার করে ।
এ দিকে নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন ফারুক গ্রেফতারের নিন্দা জানিয়েছেন ।
নেতারা বলেন, নিরপরাধ কর্মীদের ঘুম থেকে জাগিয়ে গ্রেফতার করেছে পুলিশ । তারা সব মামলায় জামিনে আছেন । তাদেরকে গ্রেফতার করে নতুন মামলায় অভিযুক্ত করা হয় । আমরা তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে তাদের মুক্তি দাবি করছি ।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page