চাটখিল প্রতিনিধি: চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খোরশেদ আলম (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে ইউনিয়নের আটঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খোরশেদ আলম নোয়াখালীর পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার পূর্ব করপাড় গ্রামের রিফুজি বাড়ীর রুহুল আমিনের ছেলে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল থেকে আটঘর এলাকার একটি নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করছিলেন খোরশেদ। একপর্যায়ে দুপুর ১২টার দিকে অসাবধানতাবসত ওই ভবনের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক প্রধান লাইনের তারে স্পর্শ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হন খোরশেদ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
Facebook Comments Box