ষ্টাফ রিপোর্টার: নোয়াখালীর বেগমগঞ্জে একাত্তর টিভির নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমানের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। বৃহস্পতিবার (২ জুন) নোয়াখালী প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত সাংবাদিকেরা এ কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা সংহতি প্রকাশ করেন।
চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সুমন ভৌমিকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, আলমগীর ইউছুফ, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক আনোয়ার, জামাল হোসেন বিষাদ, সিনিয়র সাংবাদিক সাইফুল্যাহ কামরুল, আকাশ মো. জসীম, আবু নাছের মন্জু, তাজুল ইসলাম মানিক।
এছাড়া কর্মসূচিতে জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক মিজানুর রহমানের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।