ষ্টাফ রিপোর্টার: নোয়াখালী হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার সময় বৈরী আবহাওয়ার কারণে আটকা পড়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। শুক্রবার (৩ জুন) দুপুরে ঢাকা যাওয়ার উদ্দেশে ভাসানচর থেকে রওয়ানা হলেও বৈরী আবহাওয়ার কারণে এক ঘণ্টা পর পুনরায় ফেরত আসেন তিনি।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে নৌবাহিনীর জাহাজে দুই দিনের সফরে ভাসানচর আসেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। আজ তার ভাসানচর ত্যাগ করার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে ফেরত আসেন।’
ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘পূর্ব নির্ধারিত সিডিউল মোতাবেক শুক্রবার দুপুরে চীনের রাষ্ট্রদূতের ভাসানচর ত্যাগ করার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। আবহাওয়া ভালো থাকলে আগামীকাল সকালে তার ভাসানচর ত্যাগ করার কথা রয়েছে।’