ষ্টাফ রিপোর্টার: নোয়াখালীর বেগমগঞ্জের জিরতলী ইউনিয়নের সিন্ধুর কাইত গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দেলওয়ার হোসেনের নেতৃত্বে ভাড়াটে সন্ত্রাসিরা রোববার সকালে এক মুক্তিযোদ্ধার বাড়িতে সন্ত্রাসি হামলা করা হয়েছে। এই সময় হামলায় মৃত মুক্তিযোদ্ধা ছায়েদুল হকের স্ত্রী আনোয়ারা বেগম (৭৫),পুত্রবধু রিমু আক্তার (২২) ও নাতনি বিবি রহিমা প্রমা (১৪) সহ তিন জন আহত হয়েছে। আহতদের ২ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে আহতদের উদ্ধার করে এবং হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। । মুক্তিযোদ্ধার স্ত্রী ও সন্তান জামাল উদ্দিন জানান, দীর্ঘ দিন থেকে প্রতিবেশি জোরদার দেলওয়ার হোসেনের নেতৃত্বে ভাড়াটে সন্ত্রাসিরা হামলা ও হুমকি দুমতি দিয়ে আসতেছে । আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। মামলা প্রস্তুতি চলছে ।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক রনি জানান, এই ঘটনায় পুলিশ ঘটনার স্থলে গিয়েছে। মামলা নেয়া হবে কোন ছাড় দেওয়া হবেনা