Select Page

আজ সোমবার, ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি সময়: রাত ৮:২৮

সূবর্ণচরে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক

দৈনিক নোয়াখালীবার্তা
Noakhali Barta is A News Portal of Noakhali.

জুন ২২, ২০২২ | নোয়াখালী, সুবর্ণচর

ষ্টাফ রিপোর্টার: নোয়াখালীর সুবর্ণচরে অভিযান চালিয়ে এক হাজার ইয়াবা ট্যবলেটসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২১ জুন) রাত ৮টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, উপজেলার চরবাটা ইউনিয়নের দক্ষিণ চরমজিদ গ্রামের মৃত হাফেজ উল্যাহর ছেলে খাইরুল ইসলাম আজাদ (৩৫) ও একই গ্রামের মো. শাহজাহানের ছেলে মো. সাজিদ হোসেন পয়েল (২৯)।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি  জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে এক হাজার ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১০ হাজার ৩০৯ টাকা জব্দ করা হয়। এসপি আরও জানান, আটকদের বিরুদ্ধে চরজব্বর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। ওই মামলায় বুধবার (২২ জুন) সকালে তাদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০