ফেনী প্রতিনিধি: ফেনীতে বিজয়ের প্রথম পতাকা উত্তোলনের স্থানে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ তৈরির ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধের ২ নং সেক্টর কমান্ডার লে. কর্নেল (অব.) জাফর ইমাম বীর বিক্রমসহ অতিথিরা।
গতকাল বুধবার বিকেলে শহরের রাজাঝীর দিঘীর পূর্বকোণে ফেনী বিজয়ের প্রথম পতাকা উত্তোলনের স্থানে মুক্তিযোদ্ধা, সৈনিক, সিপাহী ও জওয়ানের স্বজনের ব্যানারে “বিজয়ের পতাকা স্মৃতিতে অম্লান” শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের ২ নং সেক্টর কমান্ডার লে. কর্নেল (অব.) জাফর ইমাম বীরবিক্রম।
বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেবময় দেওয়ান, ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন।
আরো উপস্থিত ছিলেন-ফেনী জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি খায়রুল বাশার তপন, ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আলিম, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল, ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, সংগঠক ইমন উল হক, মুক্তিযোদ্ধা, সৈনিক, সিপাহী ও জওয়ানের স্বজন পরিষদের সমন্বয়ক শেখ ফজলে ইমাম চৌধুরী রকি প্রমুখ।