ষ্টাফ রিপোর্টার : নোয়াখালীর চাটখিল উপজেলার একটি খালের কচুরিপানার ভেতর থেকে ‘নিখোঁজ’ এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম মো. শফিউল আলম ভূঁইয়া ওরফে রুবেল (২৫)। স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে আজ শনিবার বিকেল পাঁচটার দিকে চাটখিল থানার পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, মৃত শফিউল আলম ভূঁইয়া উপজেলার পরানপুর গ্রামের ভূঁইয়া বাড়ির মো. জাকারিয়া ভূঁইয়ার ছেলে। পরিবারের দাবি, শফিউল গতকাল শুক্রবার সন্ধ্যায় তাঁর বাবার সঙ্গে বাজার থেকে বাড়িতে ফেরার পথে নিখোঁজ হন। আজ পরানপুর এলাকার একটি খালের কচুরিপানার ভেতর তাঁর লাশ পাওয়া যায়।
শফিউলের বাবা মো. জাকারিয়া ভূঁইয়ার দাবি, তাঁর ছেলে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। শুক্রবার সন্ধ্যায় তিনি ছেলেকে নিয়ে পাশের থানার হাট বাজারে যান। সেখান থেকে ফেরার পথে ছেলে তাঁর পেছনে পেছনে হাঁটছিলেন। একপর্যায়ে তিনি পেছনে ফিরে দেখেন, ছেলে নেই। তখন তিনি ছেলেকে আশপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে বাড়িতে ফিরে যান। শনিবার সকাল নয়টার দিকে তিনি ছেলে নিখোঁজ হওয়ার কথা উল্লেখ করে চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বেলা একটার দিকে থানা থেকে ফেরার পথে পরানপুর গ্রামের বাদশার বাড়ির পাশে খালে কচুরিপানার ভেতর ছেলের লাশ পড়ে থাকতে দেখেন তিনি। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে লোকজনের সহায়তায় লাশটি বাড়িতে নিয়ে যাওয়া হয়।
ঘটনাস্থল পরিদর্শনকারী চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর বলেন, শফিউল মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে পরিবারের দাবি। লাশের বাহ্যিক অংশে কোনো ধরনের জখমের চিহ্ন পাওয়া যায়নি। তিনি বলেন, মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে তাঁরা নিশ্চিত নন। এ কারণে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে বিকেল পাঁচটার দিকে লাশ উদ্ধার করে থানায় নেয় পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য আগামীকাল রোববার নোয়াখালীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
২৯.১০.২২ইং