ষ্টাফ রিপোর্টার : নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাক চাপায় আরাফাত (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের সোনাপুর-মুছাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া আরাফাত উপজেলার সুন্দলপুর ইউনিয়নের উত্তর লামছি গ্রামের শামসুল হক মাস্টার বাড়ির আবুল কালামের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে মারা যাওয়া আরাফাত ও অপর একটি শিশু সড়ক পার হওয়ার চেষ্টা করে। এসময় আরাফাতকে একটি ট্রাক চাপা দেয়। পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় আরাফাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম জানান, ঘটনার পরপরই ট্রাক চালক ট্রাক রেখে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করেছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
৫.১১.২২ইং