ষ্টাফ রিপোর্টার :নোয়াখালীর জেলা শহর মাইজদীতে ক্যাবল অপারেটর (ডিস ব্যবসায়ী) জেলার সাবেক সভাপতি শহিদ উদ্দিন বাবর (৪৮) এর মৃত্যু হয়েছে। দীঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার রাত দেড়টায় হাউজিংস্থ বাসায় ইন্তেকাল করেন। ইন্না—–রাজিউন। এদিকে বুধবার সকাল ১১ টায় জেলা শহরের কোর্ট মসজিদ ঈদগাহ মাঠে ১ম জানাজা অনুষ্ঠিত হয়। জানাযায় নোয়াখালী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক শহিদ উল্যাহ খান সোহেল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। তার অকাল মৃত্যুতে নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, নোয়াখালী পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল, নোয়াখালী মিডিয়া ভিশনের সভাপতি মঞ্জুরুল হক স্বপন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান পলাশ, সাবেক ক্যাবল অপারেটর সভাপতি শহিদুর রহমান লিটন ও নোয়াখালী প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিউজ২৪ ও বাংলাদেশ প্রতিদিন জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ সহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ গভীর শোক প্রকাশ করেন। বাদ জোহর তৃতীয় জানাজা শেষে সদরের দাদপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে স্ত্রী ও ২ মেয়ে সহ অসংখ্যা স্বজন ও বন্ধু বান্ধব রেখে যান।
১৬-১১-২২ইং

Select Page