ষ্টাফ রিপোর্টার : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ।
রবিবার (২০ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার ভূইয়ার হাট রাস্তার মাথা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত রোহিঙ্গারা হলেন- সেতারা বেগম (৫০), নুর কবির (২৫) ও মো. রফিক (৩৫)। এরা সবাই কক্সবাজার কুতুবপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
নোয়াখালী পুলিশ সুপার শহিদুল ইসলাম বিষয়টি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুবর্ণচর উপজেলার ভূইয়ারহাট রাস্তার মাথায় অভিযান চালানো হয়। এসময় তিন রোহিঙ্গা নাগরিককে আটক করে চরজব্বর থানা পুলিশ। পরে তাদের শরীর তল্লাশি করে ১ হাজার ৬৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
২০.১১.২২ইং