সোনাইমুড়ী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাইমুড়ী পৌরসভায় সাবিনা আক্তার সামিয়া (২৪) নামের এক গৃহবধূকে শরীরে পেট্রল দিয়ে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) রাত ১০টার দিকে বানুয়ায় গ্রাম থেকে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে। নিহত সাবিনা আক্তার সামিয়া ওই গ্রামের কসাই বাড়ীর আকা মিয়ার ছেলে মো. পিন্টুর স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে আকা মিয়ার ঘরে থেকে ধোঁয়া বের হতে দেখে বাড়ীর লোকজন। এসময় তারা ঘরে গিয়ে পিন্টুর কক্ষের মধ্যে তার স্ত্রী সামিয়াকে আগুনে জ্বলতে দেখে। পরে তারা মমুর্ষ অবস্থায় সামিয়াকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল মিঞা জানান, খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি। ঘটনার পর থেকে নিহতের স্বামী পিন্টু পলাতক রয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।