ষ্টাাফ রিপোর্টার : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় রানী মজুমদার (২৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ নভেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। রানী মজুমদার উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সঞ্চয় মজুমদারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের স্বামী সকালে বাজারে যান। ফিরে এসে দেখেন, রানী ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছেন। তাৎক্ষণিক উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। মৃতের বাবার বাড়ি চগ্রামের সন্দীপে। তারা এলে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২১.১১.২২ইং