ষ্টাফ রিপোর্টার : সোশ্যাল ইসলামী ব্যাংক লিঃ এর উদ্যোগে নোয়াখালীর সুবর্ণচরে ৪শত ক্ষুদ্র কৃষকদের মাঝে স্বল্পসুদে (৪%) মুনাফায় সোয়াবিন ও মরিচ চাষে ঋণ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে সুবর্ণচর উপজেলা মাঠে সলিডারিডেট নেটওয়ার্ক এশিয়া এর আয়োজনে কৃষকদের মাঝে এ ঋণ বিতরণ করা হয়।
সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলমের সভাপত্তিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসাবে সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতী সর্ববিদ্যা, সোশ্যাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফোরকান উল্যা, বিএআরআই এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ মহী উদ্দিন চৌধুরী, সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ, সোশ্যাল ইসলামী ব্যাংকের মাইজদী শাখার ম্যানেজার আবদুস শহিদ, সলিডারিডেট সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ইন্দ্রভূষন রায় ও সলিডারিডেট প্রোগ্রাম অফিসার কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম।
অনুষ্ঠান শেষে ৪শ জন ক্ষুদ্র কৃষকদের মাঝে সোয়াবিন, মরিচ, তরমুজ চাষের জন্য প্রায় ৩ কোটি টাকার ঋণের চেক বিতরণ করেন অতিথিরা। দিনব্যাপী অনুষ্ঠান উপলক্ষে সলিডারিডেট নেটওয়ার্ক এশিয়ার উদ্যোগে বিভিন্ন জাতের বীজ ও ফসল নিয়ে ১০টি স্টল সাজিয়েছে তারা। কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এবং আগামীতে আরোও বেশী ফসল উৎপাদনের জন্য ঋণসহ সব ধরনের সহোযোগীতা চেয়েছেন তারা।
২৬.১১.২২ইং