ষ্টাফ রিপোর্টার : নোয়াখালীতে বিশেষ ক্ষমতা আইনে জামায়াতের প্রায় ৫৩৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এতে ৩৬ জনের নাম উল্লেখ ও ৪০০ থেকে ৫০০ জনকে নাম না জানা আসামি করা হয়েছে।
রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম।
এর আগে, গতকাল শনিবার রাতে সুধারাম মডেল থানার উপ-পরিদর্শক (এসসআই) মোজাম্মেল বাদী হয়ে মামলা করেন।
ওসি আনোয়ারুল ইসলাম বলেন, গতকাল শনিবার সকালে জেলা শহর মাইজদীতে জামায়াতের গণমিছিল থেকে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। পরে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। মামলায় ৩৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া নাম না জানা ৪০০ থেকে ৫০০জনকে আসামি করা হয়েছে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে জামায়াতের ১৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page