Select Page

আজ রবিবার, ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ৩রা রমজান, ১৪৪৪ হিজরি সময়: সকাল ৬:০১

নোয়াখালীর কবিরহাটে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা

দৈনিক নোয়াখালীবার্তা
Noakhali Barta is A News Portal of Noakhali.

ডিসে ২৬, ২০২২ | কবিরহাট, নোয়াখালী

ষ্টাফ রিপোর্টার : নোয়াখালীর কবিরহাট উপজেলায় মো.মোজাম্মেল হোসেন রাব্বি (২৫) নামে এক অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার কবিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কবিরহাট সরকারি কলেজের পশ্চিমে এনায়েত নগর সড়কে এই ঘটনা ঘটে।
নিহত রাব্বি উপজেলার ২নং সুন্দলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বারি পুকুর এলাকার ইমাম হোসেন বাটুর ছেলে।
নিহতের প্রতিবেশী একরাম হোসেন জানান, নিহত রাব্বি উপজেলার কবিরহাট বাজার থেকে বারি পুকুর, বারি, তেতুলতলা রাস্তায় অটোরিকশা চালাতেন। সে এর বাইরে আর যেতেন না। রাব্বি শনিবার রাত ৮টার দিকে বারি পুকুর থেকে যাত্রী নিয়ে কবিরহাট বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। কিন্তু যাত্রী তাকে কবিরহাট বাজারে না নিয়ে কবিরহাট পৌরসভার ১নম্বর ওয়ার্ডের নির্জন এনায়েত সড়কে নিয়ে যায়। এতে তার সাথে যাত্রীর বাকবিতণ্ডা বেঁধে যায়। একপর্যায়ে যাত্রীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কবিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.শ্যামল কুমার দেবনাথ জানান, ওই ব্যাক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে স্থানীয় লোকজন। বিষয়টি পুলিশকে জানালে তারা হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে অটোরিকশা ছিনতাই করতে তাকে হত্যা করা হয়েছে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের বরাতে অভিযুক্ত রাসেল নামে এক যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার পর থেকে রাসেল ও তার এক ভাই পলাতক রয়েছে। পুলিশ অটোরিকশা উদ্ধারে চেষ্টা করছে।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১