ষ্টাফরিপোর্টার: নোয়াখালীল কবিরহাট উপজেলায় মো. মেজবাহ উদ্দিন রাব্বি (২৫) নামের এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশ এজাহার নামের দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার কবিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মৃত সফি উল্লার ছেলে মো. রাসেল (৩০) ও ৯ নম্বর ওয়ার্ডের ঘোষবাগ এলাকার মো. আবদুল হকের ছেলে মাইন উদ্দিন (২৮)।
সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, ‘উপজেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।’
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে কবিরহাট থানায় হত্যা মামলা দায়ের করেন।
এর আগে, রোববার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার কবিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডেও কবিরহাট সরকারি কলেজের পশ্চিম এনায়েত নগর সড়কে এ ঘটনা ঘটে।
মামলার এজাহারে বলা হয়েছে, কবিরহাট পৌরসভার এনায়েত নগর এলাকার মো. রাসেল, তার ভাই মো. রুমেল ও কবিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডেও ঘোষবাগ এলাকার মাইন উদ্দিনসহ অজ্ঞাত ২-৩ জনের সঙ্গে রাব্বির অটোরিকশা চালানো নিয়ে বিরোধ ছিল।এরই জেরে রোববার রাতে এজাহারনামীয় তিন আসামিসহ অজ্ঞাত ৮-১০ জন পরস্পর যোগসাজশে ধারালো অস্ত্র দিয়ে রাব্বিকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘পুলিশ এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে। সেই সঙ্গে পলাতক অপর আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page