Select Page

আজ রবিবার, ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ৩রা রমজান, ১৪৪৪ হিজরি সময়: ভোর ৫:১৭

নোয়াখালীতে ইউপি নির্বাচন ইভিএমে অভিযোগ ভোট চলছে ধীরগতিতে

দৈনিক নোয়াখালীবার্তা
Noakhali Barta is A News Portal of Noakhali.

ডিসে ২৯, ২০২২ | নোয়াখালী, নোয়াখালী সদর

ষ্টাফরিপাের্টার : নোয়াখালীতে ইউপি নির্বাচন ধীরগতির ইভিএমের সাহায্যে নানা অনিয়মের মধ্য দিয়ে নোয়াখালী সদর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।
যে তিনটি ইউনিয়নে ভোট গ্রহণ হচ্ছে, সেগুলো হলো, সদর উপজেলার নোয়ান্নই, ধর্মপুর ও নোয়াখালী ইউনিয়ন। তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৪ জন, সাধারণ সদস্যপদে ৯৫ এবং সংরক্ষিত নারী আসনের সদস্যপদে ৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আজ সকাল ১০টার দিকে নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চর উড়িয়া আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের নারী ভোটারদের সব কটি বুথে ইভিএমে ভোট দেওয়া হচ্ছে।
এ ছাড়া কেন্দ্রটিতে ভোট দিতে আসা অন্তত ১০ জন ভোটার ইভিএমে ধীরগতিতে ভোট গ্রহণের বিষয়ে অভিযোগ করেন। সকাল ৯টা ৫৫ মিনিটে পশ্চিম চর উড়িয়া আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে কালো জ্যাকেট পরা এক ব্যক্তিকে নারী ভোটারদের গোপন কক্ষে ঢুকে ভোট দিতে দেখেন সাংবাদিকেরা। বেরিয়ে আসার পর তাঁকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে কিছু না বলে তিনি সটকে পড়েন।
ভোটারদের ভোট প্রার্থীর এজেন্ট দিয়ে দেওয়া এবং ইভিএমের ধীরগতির বিষয়ে কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, ভোটারদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর তিনি তাৎক্ষণিক সংশ্লিষ্ট প্রার্থীর এজেন্টকে সতর্ক করেছেন। এ ছাড়া ইভিএমের কারণে ভোট গ্রহণও ধীরগতিতে হচ্ছে বলে স্বীকার করেন এই কর্মকর্তা।
অপর দিকে নোয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ওবায়েদ উল্লাহ মেমোরিয়াল উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রটিতে ১ নম্বর বুথে সকাল সাড়ে ৯টা পর্যন্ত এক ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ২টি। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাহমুদুল বলেন, ইভিএমের মন্থরগতির কারণে ভোট গ্রহণ খুবই বিলম্বিত হচ্ছে। তা ছাড়া ভোটারদের অসচেতনতায় ভোট গ্রহণে সময় বেশি লাগছে।
ওবায়েদ উল্ল্যাহ মেমোরিয়াল উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে আসেন জেলা পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, ইভিএমে ধীরগতির বিষয়টি নির্বাচন কমিশনের কর্মকর্তারা দেখভাল করছেন। তবে নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। ৩টি ইউনিয়নের ৩৮টি ভোটকেন্দ্রে সকাল থেকে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১