ষ্টাফরিপোর্টার : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার স্বর্ণদ্বীপে (জাহাজ্জ্যারচর) দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
আজ শনিবার দুপুরে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এর আগে তিনি স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন।
সেনাপ্রধান প্রশিক্ষণ পরিদর্শন শেষে স্থানীয় এলাকার গরিব ও দুস্থ ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন এবং ভবিষ্যতেও সেনাবাহিনীর এ ধরনের জনসেবা মূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
সেনাপ্রধান বলেন, চলমান শীতকালীন প্রশিক্ষণ সেনাবাহিনীর দক্ষতা ও পেশাদারি বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
কুমিল্লা সেনানিবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ স্বর্ণদ্বীপে পৌঁছানোর পর কুমিল্লা এরিয়া কমান্ডার জেনারেল মো. মাইনুর রহমান তাঁকে অভ্যর্থনা জানান। অভ্যর্থনা শেষে তিনি স্বর্ণদ্বীপে শীতকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন এবং সন্তুষ্টি প্রকাশ করেন।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page