ষ্টাফরিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবায়দা রহমানের সম্পত্তি জব্দের আদেশের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালী প্রেসক্লাব ও জেলা জামে মসজিদ এলাকায় পুলিশের দেওয়া নির্ধারিত এলাকার মধ্যে এই কর্মসূচি পালিত হয়।
সকালে শহরের বিভিন্ন এলাকা থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রেসক্লাবের চত্বরে জড়ো হতে থাকেন। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। নেতা-কর্মীরা এ সময় তারেক রহমান ও জোবায়দা রহমানের বিরুদ্ধে জারি করা মালামাল জব্দের পরোয়ানা প্রত্যাহারসহ সব মামলা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহমদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমান।
মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পাঁচ রাস্তার মোড়, সার্কিট হাউস সড়কের মাথা ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সড়ক হয়ে জেলা জামে মসজিদের পশ্চিম পাশের ফটকে গিয়ে শেষ হয়। সেখানে পুলিশ মোতায়েন থাকায় মিছিলটি আর সামনের দিকে এগোয়নি।
সুধারাম থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, যুবদলের নেতাদের অনুরোধ ছিল, অল্প একটু জায়গার মধ্যে তাঁরা দলীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করবেন। সে অনুযায়ী তাঁদের নির্দিষ্ট এলাকার মধ্যে কর্মসূচি পালনের সুযোগ করে দেওয়া হয়েছে। কর্মসূচি চলাকালে যাতে কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ নিতে না পারে, সে জন্য শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন ছিল। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালিত হয়েছে।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page