ষ্টাফরিপোর্টার : নোয়াখালীর সদর উপজেলায় হত্যা মামলার এক আসামিকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার থেকে ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
গতকাল শুক্রবার বিকেলে গ্রেপ্তারকৃত আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
এর আগে, গত বৃহস্পতিবার রাতে জেলা শহরের মাইজদী ফ্ল্যাট রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয় করা হয়। গ্রেপ্তার হওয়া হত্যা মামলার আসামির নাম আতাউর রহমান (৩৭)। তিনি নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়নপুর গ্রামের বদিয়ার রহমান ভেন্ডারের ছেলে।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আতাউরকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা জব্দ হয়। আসামির বিরুদ্ধে থানায় হত্যা ও মাদক মামলা রয়েছে।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page